ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০১৭-১৮ সালের প্রশ্ন থেকে
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০১৭-১৮ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
A. প্রিয়ংবদা
B. প্রাণভয়
C. মুখভ্রষ্ট
D. নবযৌবন
02. সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন কার প্রসঙ্গে বলা হচ্ছে?
A. সৃজনশীল মানুষের
B. নদীর
C. বৃক্ষের
D. রবীন্দ্রনাথের
03. নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
A. উষা
B. সুবহ
C. প্রত্যুষ
D. প্রদোষ
04. 'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক'-এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি? 05. 'Fair weather friends'-এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
A. কর্ত কারকে ষষ্ঠী
B. অধিকরণে ষষ্ঠী
C. অপাদানে ষষ্ঠী
D. কর্মে দ্বিতীয়া
05. 'Fair weather friends'-এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
A. দুধের মাছি
B. ধামাধরা মানুষ
C. পিরিত বিনে সুহৃদ নাই
D. চোরে চোরে মাসতুতো ভাই
06. যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?
A. মুক্তাক্ষর
B. বদ্ধাক্ষর
C. স্বরতন্ত্রী
D. দীর্ঘস্বর
07. উপসর্গযুক্ত শব্দ কোনটি?
A. পঙ্কজ
B. জ্বালাতন
C. কদবেল
D. মাচান
08. 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি কার লেখা?
A. সৈয়দ শামসুল হক
B. শওকত ওসমান
C. কাজী নজরুল ইসলাম
D. শওকত আলী
09. 'কিরাত' শব্দের অর্থ কী?
A. কাঠ চেরাইয়ের যন্ত্র
B. জাতি বিশেষ
C. বণিকশ্রেণী
D. বন্যপ্রাণী
10. কোন নামটি শুদ্ধ?
A. জীবনান্দ দাস
B. জীবানান্দ দাশ
C. জীবনানন্দ দাশ
D. জীবনানন্দ দাস
11. 'বাক্য'-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A. বাক + ত
B. √বচ্ + য
C. বাক্ + য
D. বাচ্ + য
12. 'কার্তিকেয়"-এর অগ্রজ কে?
A. রাবণ
B. বিভীষণ
C. গজানন
D. দুঃশাসন
13. নিচের কোন বানানটি শুদ্ধ?
A. পরিস্কার
B. শ্রদ্ধাভাজনীয়ায়ু
C. স্নেহাশীষ
D. সংস্রব
14. 'শতধিক্! জন্মভূমি রক্ষাহেতু কে ডরে মরিতে?' এখানে 'ধিক্' হলো:
A. অব্যয় বিশেষণ
B. সর্বনাম
C. পদান্বয়ী অব্যয়
D. অনন্বয়ী অব্যয়
15. 'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ-
A. যথেচ্ছাচারী
B. দলের সর্দার
C. গুণহীন ব্যক্তি
D. ভণ্ড
16. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
A. ড্যাশ
B. হাইফেন
C. সেমিকোলন
D. কমা
17. রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি?
A. পল্লী-সমাজ
B. ছায়ানট
C. গৃহদাহ
D. কালান্তর
18. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়?
A. বিশেষণ ও ক্রিয়া
B. বিশেষ্য ও বিশেষণ
C. বিশেষ্য ও সর্বনাম
D. ক্রিয়া ও সর্বনাম
19. 'মোলায়েম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A. তুর্কি
B. ফারসি
C. হিন্দি
D. আরবি
20. অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A. অহঃ + অহ
B. অহঃ + রহ
C. অহ + রহ
D. অহ + অহ
Answer Keys: 1.A 2.B 3.D 4.B 5.A 6.A 7.C 8.C 9.B 10.C 11.B 12.C 13.D 14.D 15.A 16.D 17.D 18.D 19.D 20.A
English
Read the passage below and answer the questions that follow (questions 1-5):
The loss of environmental purity is the price that we pay for many of the benefits of modern technology. We now have cars and buses on our roads and highways, but we risk suffering from smoke and dust-induced diseases. We have to build factories and expand our cities, but in the process our forest lands are shrinking which is reducing our wildlife. Many countries use nuclear power, but there
is always the risk of radiation. By increasing agricultural production with fertilizers, we pollute our water bodies. The highly developed nations of the world are not only the immediate beneficiaries of the good that technology brings: they are also the first victims of environmental diseases that technology breeds. In the past, the environmental effects which accompanied technological progress were limited to small areas, but in our time, the new hazards are really widespread. Today's air pollutions, for example, cover vast areas of the world and can cause health problems for millions.
01. According to the passage, modern transportation
A. reduces the number of wild animals
B. exposes passengers and drivers to radiation
C. causes biological disasters
D. increases the risk of diseases
02. The passage emphasizes that modern technology
A. is an unmixed blessing
B. has caused serious hazards to life
C. has produced powerful chemicals
D. has benefited highly developed nations
03. A 'beneficiary' is someone who
A. benefits others
B. misuses benefits
C. benefits from an investment
D. derives advantage from something
04. Air pollutions now are
A. widespread and short-lived
B. not widespread
C. responsible for health problems
D. limited in their effect
05. According to the passage the increasing use of fertilizers is responsible for
A. abundance of food
B. disturbance in the ecological system
C. disturbance in the weather patterns
D. water pollution
Fill in the blanks with appropriate prepositions (questions 6-9)
06. Can you tell the difference butter and margarine?
A. over
B. with
C. in D.
between
07. When she parted her parents, her eyes were full of tears.
A. from
B. to
C. of
D. off
08. Javed was acquitted the charge of theft.
A. of
B. from
C. on
D. about
09. The new government took last year.
A. over
B. after
C. upon
D. out
Fill in the blanks with appropriate words (questions 10-13)
10. The art of cooking in ancient India.
A. is perfected
B. will perfect
C. were perfected
D. was perfected
11. The poor man said, 'I starve than beg.'
A. rather
B. would
C. would rather
D. better did
12. The person who has committed such an crime should be severely punished.
A. uncharitable
B. abominable
C. unkind
D. unworthy
13. He failed in the examination because his answers were not the questions.
A. revealing of
B. allusive to
C. referential of
D. pertinent to
Choose the pair that expresses a relationship similar to the
one expressed by the capitalized pair (questions 14-15):
14. SAW : CARPENTER
A. Scissors : Barber
B. Painter : Color
C. Cloth : Tailor
D. Wagon: Farmer
15. EGG : OMELET
A. Rice : Curry
B. Flour : Cake
C. Fish : Water
D. Banana : Ice cream
16. Find the correct spelling:
A. Leftenant
B. Lieutanent
C. Leiutenant
D. Lieutenant
17. Which sentence is grammatically correct?
A. Our printer's don't work too good.
B. I introduced him to one of my friend.
C. Coming back home he found his key not anywhere.
D. Ask for assistance from someone around you.
18. The synonym of 'intrepid' is
A. coward
B. indifferent
C. arrogant
D. fearless
19. The meaning of the idiom 'a dime a dozen' means
A. something common
B. something very rare
C. something we need
D. something very costly
20. The antonym of 'harmonious' is
A. discordant
B. disrespectful
C. amicable
D. ruthless
Answer Keys: 1.D 2.B 3.D 4.C 5.D 6.D 7.A 8.C 9.A 10.D 11.C 12.B 13.D 14.A 15.B 16.D 17.D 18.D 19.A 20.A
হিসাববিজ্ঞান
1. পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করেছে। এসব ভুলের কোনটির জন্য রেওয়ামিল মিলবে না? (Padma Services has made the following errors in its recording process. For which of these errors the trial balance would not balance?)
A. কর্মচারীকে প্রদত্ত বেতন ১৫.০০০ টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে ১০,০০০ টাকা (Tk. 15,000 paid to employees as salary was debited to Salaries Account with Tk. 10,000)
B. দেনাদারের কাছ থেকে প্রাপ্ত ১০,০০০ টাকা খতিয়ানভুক্ত হয়নি (Tk. 10,000 received from debtors was not posted to ledger)
C. মারুফকে প্রদত্ত ৫,০০০ টাকা মাসুদের হিসাবে লেখা হয়েছে (Tk. 5,000 paid to Maruf was recorded in the account of Masud)
D. সেবা প্রদান ২০,০০০ টাকা জাবেদাভুক্ত হয়নি (Services provided worth Tk. 20,000 were not journalized)
2. মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতির প্রয়োগ যুক্তিযুক্ত? (When market price of material has decreasing trend, Which method should logically follow for issuing the stock?)
A. FIFO
B. LIFO
C. ভারযুক্ত গড় পদ্ধতি (Weighted average method)
D. সাধারণ গড় পদ্ধতি (Simple average method)
3. একটি কাপড়ের দোকানে নভেম্বরের ৩০ তারিখে ১,০০,০০০ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের ০৫ তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের ১০ তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়। দোকানটি IFRS অনুযায়ী আয়চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে। কখন ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে? (A cloth store makes a sale of clothes for Tk. 1,00,000 on November 30. The customer is sent a statement on December 05 and a cheque is received on December 10. The cloth store follows IFRS and applies revenue recognition principle. When is the Tk. 100.000 considered to be earned")
A. ডিসেম্বর ০৫ (December 05)
B. নভেম্বর ৩০ (November 30)
C. ডিসেম্বর ১০ (December 10)
D. ডিসেম্বর ০১ (December 01)
4. আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত: (Financial statements are prepared mainly for)
A. অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য (internal users)
B. বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য (external users)
C. নিরীক্ষকদের জন্য (auditors)
D. ব্যবসায়ের ব্যবস্থাপকদের জন্য (managers of the business)
5. অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? (Which method of charging depreciation does not rely on time?)
A. সরলরৈখিক পদ্ধতি (Straight-line method)
B. বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি (Sum-of-the-years' digit method)
C. ক্রমহ্রাসমান জের পদ্ধতি (Declining balance method)
D. উৎপাদনের একক পদ্ধতি (Unit of output/activity method)
6. নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? (Which of the following is not a component of conversion cost?)
A. প্রত্যক্ষ কাঁচামাল (Direct materials)
B. প্রত্যক্ষ মজুরি (Direct labor)
C. পরোক্ষ কাঁচামাল (Indirect materials)
D. পরোক্ষ মজুরি (Indirect labor)
7. নিম্নের কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে? (Which of the following results in a decrease in acid-test ratio?)
A. মজুদপণ্যের হ্রাস (Decrease in inventory)
B. প্রদেয় সমূহের বৃদ্ধি (Increase in accruals)
C. প্রাপ্য সমূহের বৃদ্ধি (Increase in receivables)
D. জমাকৃত মুনাফার বৃদ্ধি (Increase in retained earnings)
8. প্রারম্ভিক মজুদ মাল ৩০,০০০ টাকা; ক্রয় ২,০০,০০০ টাকা; বিক্রয় ১,০০,০০০ টাকা। বিক্রয়ের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? (Opening stock Tk. 30,000, Purchase Tk. 2,00,000, Sales Tk. 1,00,000. If profit on sales is 25%, how much is the value of closing stock?)
A. ২,৩০,০০০ টাকা (Tk. 2,30,000)
B. ১,৩০,০০০ টাকা (Tk. 1,30,000)
C. ১,৫৫,০০০ টাকা (Tk. 1,55,000)
D. ২,০০,০০০ টাকা (Tk. 2,00,000)
9. যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? (Which of the following items of jamuna Enterprise will not have any effect in preparing bank reconciliation?)
A. পরিবহনাধীন জমা ২০,০০০ টাকা (Deposits-in-transit worth Tk. 20,000)
B. ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ১০,০০০ টাকা (Issued cheque worth Tk. 10,000 paid by the bank)
C. ব্যাংক সার্ভিস চার্জ ৫০০ টাকা (Bank service charge of Tk. 500)
D. আমানতকারীর ভুল ২,০০০ টাকা (Depositor's error of Tk. 2,000)
10. দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে বলা হয়- (Seller allows some discount when receiving the amount from debtor is called-)
A. ব্যাংক বাট্টা (Bank capital)
B. প্রদত্ত বাট্টা (Sales Discount)
C. প্রাপ্ত বাট্টা (Purchase Discount)
D. কারবারি বাট্টা (Trade Discount)
11. আয়কর ধার্য হয় কিসের উপর? (On which is income tax levied?)
A. মূলধনের উপর (On capital)
B. ব্যয়ের উপর (On expense)
C. সম্পদের উপর (On asset)
D. আয়ের উপর (On income)
12. নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না? (Which one of the following does not require an adjusting entry?)
A. অগ্রীম প্রদত্ত বীমা (Prepaid insurance)
B. বকেয়া খরচ (Accrued expense)
C. অবচয় (Depreciation)
D. অর্জিত আয় (Earned revenue)
13. ডেনিম লিমিটেডের নিট কার্যকরী মূলধন ৪০,৭৪০ টাকা। কোম্পানির চলতি অনুপাত হল ৫:২। চলতি সম্পদের পরিমাণ বের কর। (Denim Limited has net working capital of Tk 40,740. The current ratio of the company is 5:2 Determine the amount of current assets)
A. ১১,৬৪০ টাকা (Tk 11,640)
B. ২৭,১৬০ টাকা (Tk 27,160)
C. ২৯,১০০ টাকা (Tk 29,100)
D. ৬৭,৯০০ টাকা (Tk 67,900)
14. হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ ছিল যথাক্রমে ৬,৫০,০০০ টাকা ও ৮,২৫,০০০ টাকা। উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা ও দায় হাস পায় ১,০০,০০০ টাকা। মালিকানাস্বত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোন লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত? (At the beginning of the accounting year, the liability and owner's equity of a company were Tk. 6,50,000 and Tk. 8,25,000 respectively. During the year, the assets increase by Tk. 2,00,000 and the liabilities decrease by Tk. 1,00,000. If there is no other transaction affecting the owners' equity, what is the amount of net profit or net loss during the year?)
A. নিট মুনাফা ১,০০,০০০ টাকা (Net profit Tk. 1,00,000)
B. নিট ক্ষতি ১,০০,০০০ টাকা (Net loss Tk. 1,00,000)
C. নিট মুনাফা ৩,০০,০০০ টাকা (Net profit Tk. 3,00,000)
D. নিট ক্ষতি ৩,০০,০০০ টাকা (Net loss Tk. 3,00,000)
15. নিম্নের কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা? (Which of the following is a limitation of an income statement?)
A. আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ (It is very difficult to prepare an income statement)
B. আয় বিবরণীর অডিট অত্যন্ত জটিল (It is very difficult to audit an income statement)
C. কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না (Some expenses and provisions cannot be estimated correctly)
D. শেয়ারহোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করেন না (Shareholders do not believe the income statement)
16. বিক্রীত পণ্যের ব্যয় নির্ধারণে: (In determining cost of goods sold)
A. নিট ক্রয় থেকে ক্রয় বাট্টা বাদ দেয়া হয় (Purchase discounts are deducted from net purchases)
B. নিট ক্রয়ের সাথে বহিঃপরিবহন খরচ যোগ করা হয় (Freight- out is added to net Purchases)
C. নিট ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেয়া হয় (Purchase retutns are deducted from net purchases)
D. নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করা হয় (Freight-in is added to net purchases)
17. আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হলো (The standards that are used in making financial statements universally acceptable are)
A. GAAP
B. GAAS
C. IFRS
D. GAAT
18. যদি প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এবং বিক্রীত পণ্যের ব্যয় যথাক্রমে ৪৮,০০০ টাকা, ৬২,০০০ টাকা ও ১,৪০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? (If opening inventory, closing inventory and cost of goods sold are Tk. 48,000, Tk. 62,000 and Tk. 1,40,000 respectively, then what is the amount of cost of goods available for sale?)
A. ২,০২,০০০ টাকা (Tk. 2,02,000)
B. ১,৫৪,০০০ টাকা (Tk.1,54,000)
C. ১,৮৮,০০০ টাকা (Tk. 1,88,000)
D. ১,২৬,০০০ টাকা (Tk.1,26,000)
19. কোনটি লেনদেন নয়? (Which one is not a transaction?)
A. বাকিতে মাল ক্রয় করা হলো (Purchased goods on credit)
B. দালান কোঠার উপর ১০% হারে অবচয় ধার্য করা হলো (Depreciation is charged at the rate of 10% on the building)
C. গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো (Last month's salary is paid in the current month)
D. গত বছরের তুলনায় এ বছর বিক্রি ৭০০০ টাকা কম হয়েছে (Sales have declined by Tk. 7000 compared to that of the last year)
20. নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরীকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? (Which of the following is reported on a cash flow statement prepared as per direct method?)
A. আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি (Loss on sale of furniture)
B. বাকিতে পণ্য বিক্রয় (Goods sold on credit)
C. অবচয় (Depreciation)
D. সরবরাহকারীকে নগদ প্রদান (Cash payment to suppliers)
Answer Keys: 1.A 2.A 3.B 4.B 5.D 6.A 7.B 8.C 9.B 10.B 11.D 12.D 13.D 14.C 15.C 16.D 17.C 18.A 19.D 20.D
ব্যবস্থাপনা
1. মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ ধাপ হলো: (The highest step in the need hierarchy theory given by Maslow is:)
A. আত্ম-তৃপ্তি (Self-satisfaction)
B. আত্ম-প্রতিষ্ঠা (Self-actualization)
C. আত্ম-সম্মান (Self-esteem)
D. আত্ম-বিশ্বাস (Self-confidence)
2. 'দি ওয়েলথ অব নেশনস' নামক প্রসিদ্ধ বইয়ের লেখক কে? (Who is the author of the famous book titled 'The Wealth of Nations'?)
A. ফেডারিক টেইলর (Frederick Taylor)
B. হেনরি মিন্টসবার্গ (Henry Mintzberg)
C. এডাম স্মিথ (Adam Smith)
D. হেনরি ফেওল (Henri Fayol)
3. যে কাঠামো কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে তাকে বলে। (The structure that creates dual lines of authority is called-)
A. আমলাতন্ত্র (bureaucracy)
B. মেট্রিক্স কাঠামো (matrix structure)
C. ভার্চুয়াল সংগঠন (virtual organization)
D. সাধারণ কাঠামো (Simple structure)
4. একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের পরিচালনা করেন তার সংখ্যাকে বলে। (The number of subordinates that a manager directs is called-)
A. নেতৃত্বের জাল (leadership web)
B. আদেশের ঐক্য (unity of command)
C. আদেশের শৃংখল (chain of command)
D. নিয়ন্ত্রণের পরিসর (span of control)
5. বিআরডিবি নিম্নের কোন শহরে অবস্থিত? (BRDB is located at which of the following cities?)
A. বগুড়া (Bogra)
B. কুমিল্লা (Comilla)
C. ঢাকা (Dhaka)
D. রাজশাহী (Rajshahi)
6. MBO এর পূর্ণরূপ হলো- (The full form of MBO is-
A. Management by Operations
B. Managing Business Operations
C. Managing Business Objectives
D. Management by Objectives
7. জেড তত্ত্ব-এর প্রবর্তক কে? (Who is the proponent of the 'Theory Z'?)
A. এফ ডব্লিউ টেলর (FW Taylor)
B. হেনরি এল গেন্ট (Henry L Gantt)
C. উইলিয়াম জি ঔসি (William G Ouchi)
D. মেরি পার্কার ফলেট (Mary Parker Follet)
8. কোনটি অনার্থিক প্রেষণা নয়? (Which one is NOT a non- financial motivation?)
A. চাকরির নিরাপত্তা (job security)
B. পদোন্নতি (promotion)
C. কাজের মূল্যায়ন (performance evaluation)
D. সামাজিক মর্যাদা (social status)
9 . একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো: (The most important asset of an organization is:)
A. অর্থ (money)
B. মানব সম্পদ (human resource)
C. ভূমি (land)
D. মূলধন (capital)
10. ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়? (At which levels of management is conceptual skill mostly required?)
A. মধ্য স্তর (Mid level)
B. নিম্নমধ্য স্তর (Lop level)
C. উচ্চমধ্য স্তর (Upper middle level)
D. উচ্চ স্তর (Top level)
11. নিচের কোন দলিলটি একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বেশি প্রয়োজন হয়? (Which of the following documents is mostly used for internal administration of a company?)
A. বিবরণ পত্র (Prospectus)
B. সরকারি আদেশ (Government Order)
C. পরিমেল নিয়মাবলি (Articles of Association)
D. পরিমেল বন্ধ (Memorandum of association)
12. কোন দক্ষতাটি সকল প্রকর ব্যবস্থাপকের জন্য সমভাবে প্রয়োজন? (Which skill is equally important for all managers?)
A. কারিগরি (Technical)
B. যোগাযোগ (Communication)
C. ধারনাগত (Conceptual)
D. মানব সম্পর্ক (Human relation)
13. রপ্তানির জন্য কোন দলিলটি প্রয়োজনীয় নয়? (Which document is NOT necessary for Export?)
A. বাণিজ্যিক দূতের প্রত্যায়িত চালান (Consular Certified Invoice)
B. রপ্তানি চালান (Export Invoice)
C. নৌ-বীমাপত্র (Marine Insurance Policy)
D. চালানি রশিদ (Bill of Lading)
14. ----- হল বিভিন্ন বিকল্প থেকে সর্বোচ্চ ভাল বিকল্পটি নির্বাচন প্রক্রিয়া। (----- is the process of selecting the best alternative from different alternatives.)
A. পরিকল্পনা (Planning)
B. সংগঠন (Organizing)
C. সিদ্ধান্ত গ্রহণ (Decision making)
D. সমন্বয় (Coordinating)
15. নিচের কোনটি হাইজিন উপাদান? (Which of the following is a hygiene factor?)
A. কৃতিত্বার্জন (Achievement)
B. স্বীকৃতি (Recognition)
C. বেতন (Salary)
D. প্রবৃদ্ধি (Growth)
16. নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? (Which one of the following is NOT a function of management?)
A. পরিকল্পনা (Planning)
B. নেতৃত্ব (Leading)
C. সংগঠন (Organizing)
D. মূল্য নির্ধারণ (Pricing)
17. "সাংগঠনিক কাজে সুনির্দিষ্ট নিয়ম-নীতি ব্যবহার করতে হবে", এই নীতিটি কে দিয়েছেন? ("Specific rules and regulations shall be used in organizational work", who gave this principle?)
A. ম্যাক্স ওয়েবার (Max Weber)
B. হেনরি ফেয়ল (Henri Fayol)
C. এফ ডব্লিউ টেলর (F.W. Taylor)
D. এলটন ম্যায়ো (Elton Mayo)
18. কৌশলগত দক্ষতা বলতে বোঝায়- (Technical skill means-)
A. চিন্তার ক্ষমতা (thinking ability)
B. কাজ সংক্রান্ত জ্ঞান (task related knowledge)
C. সামাজিক জ্ঞান (social knowledge)
D. অর্থনৈতিক জ্ঞান (economic knowledge)
19. নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? (Which of the following is a standing plan?
A. বাজেট (Budget)
B. প্রকল্প (Project)
C. রণকৌশল (Strategy)
D. বিশেষ প্রোগ্রাম (Special program)
20. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান মাসের বেশি হবে না। (The interim period between two annual general meetings of a company should not exceed-months)
A. ১২ মাস (12 months)
B. ১৫ মাস (15 months)
C. ১৮ মাস (18 months)
D. ৬ মাস (6 months)
Answer Keys: 1.B 2.C 3.B 4.D 5.C 6.D 7.C 8.B 9.B 10.D 11.C 12.B 13.A 14.C 15.C 16.D 17.C 18.B 19.C 20
ফিন্যান্স ও ব্যাংকিং
1. নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? (Which of the following is a technique of financial analysis?)
A. সমচ্ছেদ বিশ্লেষণ (Break-even Analysis)
B. নগদ প্রবাহ বিশ্লেষণ (Cash flows Analysis)
C. মূলধন বাজেটিং (Capital Budgeting)
D. সিকিউরিটি বিশ্লেষণ (Security Analysis)
2. যে ঝুঁকি ফার্ম উদ্ভূত এবং হ্রাস করা যায় তাকে বলা হয়- (The risk that is firm specific and can be minimized is called)
A. ব্যবসায় ঝুঁকি (business risk)
B. আন্সিস্টেমেটিক ঝুঁকি (unsystematic risk)
C. আর্থিক ঝুঁকি (financial risk)
D. সিস্টেমেটিক ঝুঁকি (systematic risk)
3. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? (Which one of the following is NOT a commercial banks?)
A. পল্লী সঞ্চয় ব্যাংক (Palli Sanchay Bank)
B. উরি ব্যাংক (Woori Bank)
C. সীমান্ত ব্যাংক (Shinanto Bank)
D. বেসিক ব্যাংক (BASIC Bank)
4. নিচের কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয়? (Which of the following is NOT a goal of finance?)
A. মুনাফা সর্বাধিকরণ (profit maximization)
B. সম্পদ সর্বাধিকরণ (wealth maximization)
C. লভ্যাংশ সর্বাধিকরণ (dividend maximization)
D. ব্যয় হ্রাসকরণ (cost minimization)
5. বাংলাদেশ সরকার কত সালের অধ্যাদেশ বলে বীমা ব্যবসাকে জাতীয়করণ করে? (By which order insurance business in Bangladesh was nationalized by Bangladesh Government?)
A. ১৯৭১ (1971)
B. ১৯৭২ (1972)
C. ১৯৭৩ (1973)
D. ১৯৭৪ (1974)
6. নিচের কোন্ সিকিউরিটিতে ভোট দানের অধিকার রয়েছে? (Which of the following security has voting right?)
A. সাধারণ শেয়ার (Ordinary share)
B. ডিবেঞ্জার (Debenture)
C. বন্ড (Bond)
D. অগ্রাধিকার শেয়ার (Preference share)
7. বুল মার্কেট বলতে কী বুঝায়? (What does a bull market mean?)
A. একটি অনিশ্চিত বাজার (an unpredictable market)
B. একটি মূল্য উর্ধ্বমুখী বাজার (a market with rising price)
C. একটি অত্যাধিক মূল্য পরিবর্তনশীল বাজার (a market with high price volatility)
D. একটি পশুর বাজার (a cattle market)
8. নিচের কোন সম্পদটির তারল্য সবচেয়ে কম? (Which of the following asset has least liquidity?)
A. নগদ (Cash)
B. এফডিআর (FDR)
C. এপার্টমেন্ট (Apartment)
D. বন্ড (Bond)
9. কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? (For which insurance the contract of indemnity is not applicable?)
A. অগ্নিবীমা (Fire Insurance)
B. জীবনবীমা (Life Insurance)
C. নৌ-বীমা (Marine Insurance)
D. শস্যবীমা (Crop Insurance)
10. নিচের কোন্ জাতীয় প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে না? (Which of the following type of institution does not accept deposit?)
A. উন্নয়ন ব্যাংক (Development bank)
B. সমবায় ব্যাংক (Cooperative Bank)
C. বাণিজ্যিক ব্যাংক (Commercial bank)
D. বিনিয়োগ ব্যাংক (Investment bank)
11. ব্রিজ লোন কি? (What is bridge loan?).
A. অন্তবর্তীকালীন স্বল্পমেয়াদি ঋণ (Interim short term loan)
B. দীর্ঘমেয়াদি ঋণ (Long term loan)
C. বন্ধকি ঋণ (Mortgage loan)
D. ব্রিজ তৈরিরর জন্য ঋণ (Loan for constructing bridge)
12. নিচের কোন্টি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ? (Which of the following is a cash inflow to a firm?)
A. প্রাপ্য বিলের হ্রাস (Decrease in bills receivables)
B. প্রাপ্য বিলের বৃদ্ধি (Increase in bills receivables)
C. প্রদেয় বিলের হ্রাস (Decrease in bills payables)
D. প্রদেয় সুদের হ্রাস (Decrease in interest payables)
13. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয়? (Which one of the following is NOT an example of negotiable instrument?)
A. ব্যাংক ক্রেডিট কার্ড (Bank credit card)
B. ব্যাংক ড্রাফ্ট (Bank draft)
C. ব্যাংক নোট (Bank notes)
D. ব্যাংক চেক (Bank cheque)
14. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? (Which is the main source of bank fund?)
A. পরিশোধিত মূলধন (Raid-up-capital)
B. সঞ্চিত তহবিল (Reserve fund)
C. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ (Borrowing from the Central Bank)
D. আমানত (Deposit)
15. ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট নিম্নের কোন জামানতটি অধিক পছন্দনীয়? (Which one of the following is most preferred by a bank as security of loan?)
A. প্রত্যয়পত্র (Letter of credit)
B. শেয়ার (Share)
C. স্থায়ী আমানতের রশিদ (Fixed Deposit Receipt)
D. ঋণপত্র (Debenture)
16. নিচের কোনটি সরকারি নোট হিসাবে গণ্য হয়? (Which one of the following notes is regarded as government note?)
A. ১০০ টাকা (Tk. 100)
B. ১০ টাকা (Tk. 10)
C. ৫০ টাকা (Tk. 50)
D. ৫ টাকা (Tk.5)
17. একটি প্রকল্পে ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করে কর-পরবর্তী নীট মুনাফা ১,৩২,৫০০ টাকা পাওয়া যায় এবং এই প্রকল্পের স্থায়ী সম্পত্তি মোট অবচয় ৪ ৬৬ ২০০ টাকা। প্রকল্পটির নগদ আন্তঃপ্রবাহ কত? (A মোট অবচয় ৪,৬৬,২০০ টাকা। প্রকল্পটির নগদ আন্তঃপ্রবাহ কত? (A project yields a net profit after-tax of Tk. 1,32,500 from an investment of Tk. 9,00,000 and the total depreciation of its fixed assets is Tk. 4,66,200. How much is the cash inflow of the project?)
A. ৫,৯৮,৭০০ টাকা (Tk. 5,98,700)
B. ৩,৩৩,৭০০ টাকা (Tk. 3,33,700)
C. ১০,৩২,৫০০ টাকা (Tk. 10,32,500)
D. ৪.৩৩,৮০০ টাকা (Tk. 4,33,800)
18. নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? (Which one of the following account does not provide any cheque book?)
A. সঞ্চয়ী (Savings)
B. স্থায়ী (Fixed)
C. বিশেষ চলতি (Special current)
D. চলতি (Current)
19. নিচের কোনটি একটি ফার্মের আর্থিক ঝুঁকি সৃষ্টি করে? (Which of the following leads to financial risk of a firm?)
A. বন্ড ইস্যু (Issue of bond)
B. শেয়ার ইস্যু (Issue of common stock)
C. বন্ড পরিশোধ (Redemption of bond)
D. প্রযুক্তির পরিবর্তন (Change in technology)
20 . নিচের কোন্ সিকিউরিটি বাট্টায় বিক্রি হয় এবং লিখিত মূল্যে পরিশোধিত হয়? (Which of the following security is sold at discount and redeemed at par value?)
A. বোনাস শেয়ার (Bonus share)
B. ট্রেজারি বিল (Treasury bill)
C. অগ্রাধিকার শেয়ার (Preference share)
D. রাইট শেয়ার (Right share)
Answer Keys: 1.B 2.B 3.A 4.C 5.B 6.A 7.B 8.C 9.B 10.D 11.A 12.A 13.A 14.D 15.C 16.D 17.A 18.Β 19.A 20.B
মার্কেটিং
1. কতিপয় পণ্য যা ঘনিষ্টভাবে সম্পর্কিত, কারণ সেগুলো একইভাবে কাজ করে, একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় হয়, একই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাত করা হয়, অথবা একই মূল্য সীমার মধ্যে পড়ে, তাকে বলা হয়- (A group of products that are closely related because they function in a similar manner, are sold to the same customer groups, are marketed through the same types of outlets or fall within a given price ranges is called.)
A. পণ্য সারি (Product Line)
B. পণ্য মিশ্রণ (Product Mix)
C. পণ্য শ্রেণী (Product Class)
D. পণ্য সমাহার (Product Assortment)
2. নিম্নের কোনটি ভোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে? (Which of the following is a key to building long-term relationships with consumers?)
A. পণ্যের কম মূল্য (Low price of the product)
B. ক্রেতা সন্তুষ্টি (Customer satisfaction)
C. প্রয়োজন অনুধাবন (Need recognition)
D. অধিক বিজ্ঞাপন (More advertising)
3. টেলিমার্কেটিং কিসের অংশ? (Telemarketing is a part of?)
A. প্রত্যক্ষ মার্কেটিং (Direct Marketing)
B. সম্পর্ক মার্কেটিং (Relationship Marketing)
C. সামাজিক মার্কেটিং (Social Marketing)
D. ভাইরাল মার্কেটিং (Viral Marketing)
4. যে পাইকার তুলনামূলকভাবে স্থায়ী ভিত্তিতে ক্রেতা বা বিক্রেতার পক্ষ হয়ে অল্প সংখ্যক কার্যাদি সম্পন্ন করে কিন্তু পণ্যের মালিকানা নেয় না তাকে বলে- (A wholesaler who represents buyers or sellers on a relatively permanent basis performs only a few functions, and does not take title to goods is called-)
A. দালাল (Broker)
B. র্যাক জবার্স (Rack Jobbers)
C. এজেন্ট (Education)
D. মার্চেন্টস (Merchants)
5. নিম্নের কোনটি জনসংখ্যা-বিষয়ক বিভক্তিকরণের উপাদান নয়? (Which of the following is not an element of demographic segmentation?)
A. জীবনধাঁচ (Lifestyle)
B. পেশা (Occupation
C. শিক্ষা (Education
D. বয়স (Age)
6. পণ্যের জীবন চক্রের কোন স্তরে ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয়? (At which stage of product life cycle the cost per customer is the highest?)
A. পণ্য উন্নয়ন স্তর (Product Development Stage)
B. সূচনা স্তর (Introduction Stage)
C. পূর্ণতা স্তর (Maturity Stage)
D. পতন স্তর (Decline Stage)
7. বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ? (Schools, hospitals and prisons components of which market?) are the
A. ভোক্তা বাজার (Consumer market)
B. সরকারি বাজার (Government market)
C. প্রাতিষ্ঠানিক বাজার (Institutional market)
D. ব্যাষ্টিক বাজার (Micro-market)
8. মার্কেটিং ক্রেতাদের জন্য নিচের কোনটি সৃষ্টি করে? (Which of the following does marketing create for customers?)
A. সেবা (Service)
B. পণ্য (Product)
C. ভ্যালু (Value)
D. অভিজ্ঞতা (Experience)
9.পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি? (Which one is essential for production and selling?)
A. আন্তর্জাতিক সরবরাহ (International Supply)
B. বাজার তথ্য (Market Information)
C. স্থানীয় চাহিদা (Local Demand)
D. চুক্তি (Contract)
10. ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? (Which type of utility is created through buying-selling?)
A. স্থানগত উপযোগ (Place Utility)
B. সময়গত উপযোগ (Time Utility)
C. রূপগত উপযোগ (Form Utility)
D. মালিকানাগত উপযোগ (Possession Utility)
11. "অনেক মানুষই বিএমডব্লিউ গাড়ি কিনতে চায়, তবে মাত্র কয়েক জনই ক্রয় করার সামর্থ্য রাখে"-এটি নিচের কোনটির উদাহরণ? (Many people want to buy BMW cars, but only a few are able to buy"-Which of the following is an example of xample this?)
A. চাহিদা (Demand)
B. অভিজ্ঞতা (Experience)
C. অভাব (Want)
D. প্রয়োজন (Need) function of advertisement?)
12. বিজ্ঞাপনের প্রধান কাজ কোনটি? (Which one is the basic function of advertisement?)
A. কর্মসংস্থান (Employment)
B. অবহিতকরণ (To inform)
C. শিল্পোন্নয়ন (Industrialization)
D. জীবন যাত্রার মানোন্নয়ন (Improvement of standard of living)
13. "ক্রেতারা ঐ সকল পণ্য পছন্দ এবং ক্রয় করবে যেগুলোর যোগান পর্যান্ত এবং পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে"- এটি কোন বিপণন ব্যবস্থাপনার মূল কথা? ("Buyer will buy those products which are available and affordable". Which marketing management philosophy holds this principle?)
A. উৎপাদন মতবাদ (Production Concept)
B. পণ্য মতবাদ (Product Concept)
C. বিক্রয় মতবাদ (Selling Concept)
D. বিপণন মতবাদ (Marketing Concept)
14. নিচের কোনটি "লোভনীয়" পণ্যের উদাহরণ? (Which of the following is an example of "Impulse" Product?)
A. আইসক্রিম (Ice Cream)
B. চুলের তেল (Hair Oil)
C. শিশু টিকা (Child Vaccine)
D. গায়ে মাখা সাবান (Bath Soap)
15. নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত নয়? (Which of the following is NOT considered to be an element of marketing promotion?)
A. বিজ্ঞাপন (Advertising)
B. পরিবহন (Transportation)
C. বিক্রয় উন্নয়ন (Sales Promotion)
D. গণ যোগাযোগ (Public Relations)
16. আধুনিক বিপণনের জনক কে? (Who is the father of Modem Marketing?)
A. পিটার ড্রাকার (Peter Drucker)
B. ফিলিপ কটলার (Philip Kotler)
C. লেস্টার ওয়ান্ডারম্যান (Lester Wunderman)
D. আব্রাহাম মাসলো (Abraham Maslow)
17. অনলাইন বিপণনের সমস্যা কোনটি? (Which one is a problem of online marketing?)
A. গোপনীয়তা প্রকাশ (Disclosure of Secrets)
B. মধ্যস্থ কারবারির অভাব (Lack of Middlemen)
C. বর্ধিত ব্যয় (Increased Cost)
D. সীমিত ক্রেতা (Limited Buyers)
18. কোন বাজারে ক্রেতার সংখ্যা বেশি? (In which market buyers are large in number?)
A. ভোক্তা বাজার (Consumer Market)
B. ব্যবসায় বাজার (Business Market)
C. সরকারি বাজার (Government Market)
D. আন্তর্জাতিক বাজার (International Market)
19. অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বাজারজাতকরণের কোন মতবাদটি উপযুক্ত? (Which marketing concept is appropriate for selling unsought goods?)
A. পণ্য মতবাদ (Product Concept)
B. বাজারজাতকরণ মতবাদ (Marketing Concept)
C. উৎপাদন মতবাদ (Production Concept)
D. বিক্রয় মতবাদ (Selling Concept)
20 . বিজ্ঞাপনের জন্য নিচের কোন বিষয়টি প্রযোজ্য নয়? (Which of the following aspects is NOT applicable to advertising?)
A. মুখোমুখি যোগাযোগ (Face-to-Face communication)
B. নৈর্ব্যক্তিক উপস্থাপনা (Non-Personal presentation)
C. ব্যতিয় মাধ্যম (Paid media)
D. চিহ্নিত উদ্যোক্তা (Identified sponsor)
Answer Keys: 1.A 2.B 3.A 4.C 5.A 6.A 7.C 8.C 9.B 10.D 11.A 12.Β 13.A 14.A 15.B 16.B 17.D 18.A 19.D 20.A